Sunday, April 29, 2018

মিলনের সময়ে কেমন লাগে মেয়েদের? শুনেন এক মেয়ের অনুভূতির কথা!

যৌন মিলনে মহিলাদের অনুভূতি ব্যথা দায়ক, অর্থাৎ যৌন মিলনের কালে একজন নারী ব্যথা অনুভব করতেই পারেন। তবে সেটা কখনোই সব ক্ষেত্রে নয়। কিছু বিশেষ বিশেষ ঘটনা ও পরিস্থিতিতে নারিরে যৌন মিলনে ব্যথা পেতে পারেন বা যৌন মিলন তাঁদের কাছে কষ্ট দায়ক হতে পারে। তেমনই কিছু কারণ উল্লেখ করা হলো।

১) প্রথম যৌন মিলনের সময় সকল নারীই কমবেশি ব্যথা পাবেন। এই ব্যথাটা সাময়িক, তবে এটা পেতেই হয়। এটা মূলত হাইমেন ছিঁড়ে যাওয়ার কারণে হয়ে থাকে। তবে যৌন মিলন ছাড়া অন্য কোন কারণে হাইমেন ছিঁড়ে গেলেও একই ব্যথা পাবেন নারী।

২) যৌন মিলনের কালে অনেক নারীর যোনিতেই পর্যাপ্ত তরল জমা হয় না , যা যোনিতে পুরুষাঙ্গের প্রবেশ সহজ করে। যোনিতে পিচ্ছিল ভাব পর্যাপ্ত না হলে যৌন মিলনের সময় ব্যথা অনুভব করবেন নারী।

৩) মেনোপজ, অর্থাৎ পিরিয়ড বন্ধ হয়ে যাবার পর নানান কারণে যৌন মিলনে ব্যথা অনুভব করতে পারেন নারী।

৪) যদি সঙ্গীর পুরুষাঙ্গটি যোনির ধারণ ক্ষমতার তুলনায় বেশি বড় ও মোটা হয়, তবে যৌন মিলনে ব্যথা পেতে পারেন নারী।

৫) এছাড়াও পিরিয়ড কালে যৌন মিলনে ব্যথা পান অনেক নারী। নানান রকম অসুখের কারণেও ব্যথার অনুভব হতে পারে।

তবে মোদ্দা কথা এই যে, যৌনমিলন একটি আনন্দময় অভিজ্ঞতা। কোন সমস্যা না থাকলে যৌন মিলনে ব্যথা পাবার ঘটনা ঘটে না। প্রথম মিলনের সময়েই একটু ব্যথার অনুভূতি হবে। এটা বাদ দিলে সুস্থ ও সাধারণ যৌন মিলনে ব্যথা বা ভয়ের কিছুই নেই।

No comments:

Post a Comment

দৈনিক ব্যবহারে ভালোভাবে ব্রেস্ট টাইট এবং নিখুঁত তৈরি করুন skin tightening

অ্যালোভেরা বা ঘৃতকুমারী অতি পরিচিত একটি উদ্ভিদের নাম।  এই পাতাটি রূপচর্চায় ব্যবহার হয়ে আসছে আদিকাল থেকে। বহুগুণে গুণান্বিত এই উদ্ভিদের ভেষজ...